অপেক্ষা বাড়ছে দর্শনা বণিকের
আনন্দ সময় ডেস্ক
|
![]() বোঝা যাচ্ছে, ক্যারিয়ারের সেরা সময়টা পাড় করছেন দর্শনা। কারণ ২০১৮ সালে ‘আসছে আবার শবর’ দিয়ে অভিষেকের পর এ বছর তার সবচেয়ে বেশি সিনেমা শুটিং করেছেন। বলিউড ও তামিলনাড়ুতে তার আনাগোনা বাড়লেও বাংলাদেশের দুটি সিনেমার মুক্তি নিয়ে নায়িকার অপেক্ষা যেন বাড়ছে। ঢালিউডে দর্শনার প্রথম সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। আর দ্বিতীয়টি শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’। দুটি সিনেমা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। আর অপেক্ষা বাড়ছে দর্শনার। ভারতে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘করোনার জন্য বাংলাদেশের একটি সিনেমার মুক্তি পিছিয়েছে। এর মধ্যে আরও একটি কাজ সেখানে করেছি। দুটির জন্যই অপেক্ষায় আছি। কারণ সেখানকার দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবে সেটি দেখার অপেক্ষা আরও বাড়ছে।’ এদিকে, সামাজিক মাধ্যমে দর্শনার ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে ট্রোলের শিকার হয়েছেন। তবে সেসব পাত্তা দিচ্ছেন না নায়িকা। তিনি বলেন, ‘শুরুতে এসব নিয়ে অনেক ভাবতাম; কিন্তু এখন কিছুই মনে হয় না। নিজের কাজটা ঠিকমতো করে যাচ্ছি।’ /এমএইচ/
|