ভাঙছে পূজা ও অন্তুরের সংসার!
আনন্দ সময় ডেস্ক
|
![]() এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতির বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পূজা জানান, ‘আমি অন্তুর স্ট্যাটাসের বিষয়ে জানি না। আমাদের ডিভোর্স এখনো হয়নি। আমার হাতে ডিভোর্স লেটার আসুক তারপর না হয় বিস্তারিত কথা বলি।’ গায়িকা বাঁধন সরকার পূজার এক গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। তারপর ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। /এসএম
|