করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩
সময়ের আলো অনলাইন
|
![]() শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। একদিনে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪৭৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি। আর দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯৯ হাজার ৯৯০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৪৬ হাজার ৫৬টি। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় যে তিন জন মারা গেছেন তাদের দুই জন ঢাকা বিভাগের, এক জন খুলনা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯০৯ জন, যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৯ শতাংশ। আর নারী মারা গেছেন ১০ হাজার ৮০ জন, যা মোট মৃত্যুর ৩৬ দশমিক শূন্য ১ শতাংশ। /এমএইচ/
|