ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয় শ্রীলঙ্কার
ক্রীড়া ডেস্ক
|
![]() টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হয় ২৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪৫ তুলে ডিক্লেয়ার করে দেয় শ্রীলঙ্কা। প্রাথুম নিশাকা ৬৬ রান করেন এবং ধনঞ্জয় ডি সিলভা ১৫৫ রানে অপরাজিত থাকেন। জেতার জন্য তখন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৯৭ রান। জবাবে শ্রীলঙ্কার দুই স্পিনার লাসিথ এম্বুলডেনিয়া (৩৫/৫) এবং রমেশ মেন্ডিস (৬৬/৫) এর দাপটে দ্বিতীয় ইনিংসে এক সময় ৯৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে দলকে টানেন এনক্রুমা বনার এবং কেমার রোচ। কিন্তু হার বাঁচানো কার্যত অসম্ভব ছিল। ৪৪ রান করে এনক্রুমা বনার ফিরতেই ওয়েস্ট ইন্ডিজের সব আশা শেষ হয়ে যায়। শেষের দিকের ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। এই সিরিজ জিতে গেলেও লঙ্কান দলের কোচ হিসাবে দেখা যাবে না মিকি আর্থারকে। এই সিরিজের মধ্য দিয়ে বিদায় হলো তার। /এএসএম/এমএইচ/ |