ইআবির প্রস্তাবিত ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউট সৌদি রাষ্ট্রদূতের পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
|
![]() ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ.ই. ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম এহসান কবীর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্ট এশিয়া মহাপরিচালক মো. ইকবাল হোসেন খান, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. রফিক আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম, উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা সৌদি আরব সফরকালে বাংলাদেশে একটি ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউট স্থাপনের জন্য সৌদি সরকার অনুদান দিতে সম্মতি জ্ঞাপন করেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসে কেরানীগঞ্জে ইসলামিক এ্যারাবিক ইনস্টিটিউট স্থাপনের জন্য তিন একর জমি বরাদ্দ করে। /এসএম
|