ই-পেপার শনিবার ৪ মে ২০২৪
শনিবার ৪ মে ২০২৪

এবার কানাডায় ওমিক্রন শনাক্ত
প্রকাশ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১:১৬ পিএম আপডেট: ২৯.১১.২০২১ ১:২১ পিএম  (ভিজিট : ২৯৩)
কানাডায় করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছেন এমন দুই ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

ফেডারেল ও অন্তারিও প্রদেশের কর্মকর্তারা জানান, উভয় রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের দ্বারা আরও কেউ সংক্রমিত হয়েছে কি না তা খতিয়ে দেখছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন ইভেস ডুকলেস রোববার এক বিবৃতিতে বলেছেন, জনস্বাস্থ্য সংস্থা আজ আমাকে অন্তারিওতে ওমিক্রন ধরনে দুইজনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। পর্যবেক্ষণ ও পরীক্ষা অব্যাহতভাবে চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্তারিও সরকার জানিয়েছে, শনাক্ত দুইজনই রাজধানী অটোয়ার। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কানাডা শুক্রবার আফ্রিকার সাতটি দেশের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। -বাসস

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close