যশ-নুসরাতের সম্পর্ক ভাঙনের পথে
সময়ের আলো অনলাইন
|
![]() কিছুদিন আগেই যশের জন্মদিনে নুসরাত কেকের মধ্যে লেখেন 'হাজবেন্ড'। এরপর নুসরাত ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, তিনি আর যশ আপাতত উপভোগ করছেন তাদের অভিভাবকত্ব। কিন্তু এরই মাঝে শুক্রবার নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম স্টোরি থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। নুসরাত এদিন তার ইনস্টা স্টোরিতে লেখেন, যে ঘরে শান্তি নেই সেই ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ জেল আর যে ঘর ভালোবাসায় পরিপূর্ণ তা হল সেরা জেল, যা তুমি কখনই ছেড়ে যেতে চাইবে না। অন্যদিকে যশ দাশগুপ্ত তার ইনস্টা স্টোরিতে লেখেন, জেলে কেন থাকবে, যখন জেলের দরজা সবসময় খোলা। নুসরাত ও যশের ইনস্টা স্টোরি থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি একে অপরের থেকে আলাদা হচ্ছেন যশরাত? আপাতত একসঙ্গেই থাকেন তারা। তাহলে কী এবার বদলাবে ঠিকানা? প্রশ্ন নেটিজেনদের। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন এই দুই তারকা। তাহলে এবার কী বিচ্ছেদের ঘোষণা করতে চলেছে যশরাত! নাকি পুরোটাই কাকতালীয়। এফএইচ
|