কুয়েতের আদালতে পাপুলের ৭ বছরের কারাদণ্ড
সময়ের আলো অনলাইন
|
![]() রোববার (২৮ নভেম্বর) কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এ গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ড ভোগের পর কাজী শহিদ ইসলাম পাপুলকে নিজ দেশে প্রত্যাবর্তনেরও নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় কুয়েতের সাবেক সংসদ সদস্য সালাহ খুরশিদকেও ৭ বছরের কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার কুয়েতি দিরহাম জরিমানা করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই মেয়াদের কারাদণ্ড এবং তাদের পদ থেকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন আদালত। সূত্র: গালফ নিউজ /আরএ
|