শারজায় গণমাধ্যমকর্মীদের মিলনমেলা
ক্রীড়া প্রতিবেদক, শারজা থেকে
|
![]() বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা। তারা বলেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি প্রবাসে নিজেরা ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য একযোগে কাজ করে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসনীয়। অসহায় প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সমিতিকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা। সভায় সম্মানিত অতিথি ছিলেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও বেশি তৎপর হওয়ার জন্য সাংবাদিকদের আহবান জানান তিনি। সময়ের সংলাপের সম্পাদক শিবলী আল সাদিকের সঞ্চালনায় সভায় অনেক সাংবাদিকই তাদের মত প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক শাহ মাকসুদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহাবুব আলম, শেফালী আকতার আখিঁ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক ইমাম হোসেন পারভেজ, বদিউল আলম, হানিফ খোকনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এফএইচ
|