প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ১:৫৪ পিএম (ভিজিট : ৪৯২৫)
বিয়েতে এমনিতেই দাওয়াত ছাড়া অতিথি অপছন্দ সকলের। কিন্তু এবার তেমনি এক অতিথির আগমনে সাধারণ একটি বিয়ের অনুষ্ঠান হয়ে গেলো সংবাদ শিরোনাম। মেক্সিকোর এক বিয়েতে অতিথি হিসেবে এসেছিলেন এক বন্য ভালুক!
বিয়ের রিসিপশন অনুষ্ঠানে অতিথি এবং সকলে যখন খোশ গল্পে মগ্ন তখন হঠাৎ করেই খাবারের সন্ধানে সেখানে হানা দেয় এই ভালুক। অ্যাঞ্জি দিসা নামের এক টিকটিক ব্যবহারকারীর ভিডিওতে দেখা যায়, একটি ভালুক খাবার টেবিলের উপরে উঠে গেছে এবং টেবিলের সবকিছু ওলটপালট করে দিচ্ছে। কিন্তু তার পাশের টেবিলেই বসে খাবার খাচ্ছিলেন অন্য অতিথিরা।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে বিভিন্ন সময় রাস্তায় ও বাড়ির আসে পাশে বন্যপ্রাণী আসা খুব স্বাভাবিক ঘটনা। তবে এভাবে বিয়ের মাঝখানে ভালুকের হানা দেয়ার ঘটনা দেখা যায় না। আর সে কারণেই এই বিয়ে স্মরণীয় হয়ে থাকবে।
অতিথিদের প্রচেষ্টায় অবশেষে ভালুকটিকে রিসিপশন থেকে চলে যায় খালি মুখে। অনাগত অতিথির উদরপূর্তির ব্যবস্থা করেনি আয়োজকেরা।
/এসএম