ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ছোট্ট আমলে বড় প্রতিদান
প্রকাশ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৯ এএম আপডেট: ১৪.০৯.২০২১ ৯:৫৯ এএম  (ভিজিট : ৩০৬)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজের পর দশবার (নিম্নোক্ত দোয়া) পড়বে, এর বিনিময়ে তার আমলনামায় চারজন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, ১০টি নেকি লেখা হবে, ১০টি গুনাহ মাফ হবে, ১০টি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এ কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে রক্ষার কারণ হবে। মাগরিবের পর পড়লে অনুরূপ সওয়াব মিলবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে হেফাজতে থাকবে।

দোয়াটি হলো- ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

অর্থ : এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, যাবতীয় রাজত্ব একমাত্র তাঁর, যাবতীয় প্রশংসা একমাত্র তাঁর জন্য, তিনি সবকিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান। (বুখারি : ৩২৯৩; মুসলিম : মুসলিম : ২৬৯১; তিরমিজি : ৩৫৩৪)।

সামান্য এই বাক্যগুলো সকাল-সন্ধ্যা দশবার করে পড়লে আখেরাতে যেমন অসংখ্য সওয়াব অর্জনের সুসংবাদ রয়েছে, তেমনি দুনিয়াতেও যাবতীয় অকল্যাণ ও অনিষ্টতা থেকে হেফাজতের নিশ্চয়তা আছে। আল্লাহ তায়ালা আমলের তাওফিক দান করুন।

/জেডও/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close