ই-পেপার রোববার ১৯ মে ২০২৪
রোববার ১৯ মে ২০২৪

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৩:৪০ পিএম  (ভিজিট : ৮৬৬)
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি ও রেডিওর মাধ্যমে দুজনকে হত্যা করার কথা জানান। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় পুলিশ এবং পুলিশের স্পেশাল উয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দল ওই এলাকা ঘেরাও করে রাস্তা বন্ধ করে দিয়েছে।

বাফেলোর কমিউনিটি অ্যাকটিভিস্ট হাবিব রহমান বলেন, নিহত দুজন তাদের প্রতিবোশ। তাদের একজনের নাম বাবুল উদ্দিন। তার বাড়ি কুমিল্লায়। আরেকজন সিলেটের ইউসুফ মিয়া। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ইউসুফ মিয়া ছিলেন। 

তিনি বলেন, বাবুল উদ্দিন ৮ মাস আগে ভার্জিনিয়া থেকে বাফেলোতে আসেন। ইউসুফ মিয়া চার মাস আগে সিলেট থেকে আসেন। তাঁদের নিহত হওয়ার খবরে বাংলাদেশিরা তাদের বাড়িতে জড়ো হতে থাকে। বাঙালি সমাজে শোক ছড়িয়ে পড়ে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close